ইকনার প্রতিবেদনে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর দপ্তরের তথ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, সর্বোচ্চ নেতা একটি বার্তায় আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর মহিয়সী স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তার পূর্ণপাঠ নিম্নরূপ:
بسماللهالرّحمنالرّحیم
হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানী (দামাত বারাকাতুহু)
আপনার মহিয়সী স্ত্রীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত প্রার্থনা করছি।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
৭ মেহর ১৪০৪ হিজরি শামসি