পবিত্র ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের অন্তর্ভুক্ত। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, মানুষ অন্য যে কোন অবস্থা অপেক্ষা সেজদাবনত অবস্থাতে আল্লাহর তায়ালার নিকটতম। মহামানবগণ বিশেষত: রাসূলুল্লাহ (সা.) ও আহলে বাইতের পবিত্র ইমামগণ (আ.) দীর্ঘ সময় সেজদাবনত থাকতেন। সর্বশক্তিমান আল্লাহর উদ্দেশ্যে দীর্ঘ সেজদা মানুষের মন ও আত্মাকে প্রশান্ত করে।
সংবাদ: 2606363 প্রকাশের তারিখ : 2018/08/03