IQNA

সন্ত্রাস মুক্ত হল হযরত সাকিনা (সা. আ.) এর মাযারের নিকটবর্তী অঞ্চল সমূহ

9:45 - January 11, 2014
সংবাদ: 1353069
আন্তর্জাতিক বিভাগ: তুর্কি শিয়া সংবাদ সংস্থা জানিয়েছে, ইমাম হুসাইন (আ.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত সাকিনা (সা. আ.) এর মাযারের নিকটবর্তী অঞ্চল সমূহ হতে সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হয়েছে সেদেশের সেনাবাহিনী।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে দারিয়া শহরে হযরত সাকিনা (সা. আ.) এর মাযার অবস্থিত এবং সেদেশের সেনাবাহিনী ৯ম জানুয়ারিতে সন্ত্রাস বিরোধী কর্ম শুরু করে এবং ১০ম জানুয়ারির মধ্যে এই কর্ম সফল ভাবে সম্পন্ন হয়।

প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাস নিধন কর্ম চলাকালীন সময়ে কয়েক জন সন্ত্রাসী হযরত সাকিনা (সা. আ.) এর মাযারে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে এবং ব্যাপক ভাবে ক্ষতি সাধন করে।

http://www.irna.ir/fa/News/80988056/%D8%AE%D8%A7%D9%88%D8%B1%D9%85%DB%8C%D8%A7%D9%86%D9%87/%D9%BE%D8%A7%DB%8C%DA%AF%D8%A7%D9%87_%D8%AE%D8%A8%D8%B1%DB%8C_%D8%B4%DB%8C%D8%B9%DB%8C%D8%A7%D9%86_%D8%AA%D8%B1%DA%A9%DB%8C%D9%87__%D9%85%D9%86%D8%A7%D8%B7%D9%82_%D8%A7%D8%B7%D8%B1%D8%A7%D9%81_%D8%AD%D8%B1%D9%85_%D8%AD%D8%B6%D8%B1%D8%AA_%D8%B3%DA%A9%DB%8C%D9%86%D9%87_(%D8%B3)_%D8%A7%D8%B2_%D9%84%D9%88%D8%AB_%D8%AA%D8%B1%D9%88%D8%B1%DB%8C%D8%B3%D8%AA%D9%87%D8%A7_%D9%BE%D8%A7%DA%A9_%D8%B4%D8%AF

 

captcha