IQNA

ধ্বংসের সম্মুখে বায়তুল মোকাদ্দাস

11:27 - January 26, 2014
সংবাদ: 1366432
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনির ধর্ম মন্ত্রী গাজার অধিবাসীদের এক সতর্ক বার্তায় জানিয়েছেন: বায়তুল মোকাদ্দাস (জেরুজালেম) ধ্বংসের সম্মুখে অবস্থান করছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গাজায় মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে ইসমাইল রেজওয়ান গুরুত্বারোপ করে জানিয়েছেন: দখলদার ইহুদিবাদী শাসক মসজিদুল আকসা দখল করেছে এবং বায়তুল মোকাদ্দাস ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে।

ইসমাইল রেজওয়ান, ফিলিস্তিনি কর্মকর্তা এবং ইসলামী উম্মাহর নেতাদের নিকট মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

http://fa.alalam.ir/news/1559041

captcha