‘Almsryvn’ সংবাদ পত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ২৭শে জানুয়ারি সকালে ইরাকের রাজধানী বাগদাদ থেকে আগত বিভিন্ন দেশের ১৯ জন শিয়া মুসলমানকে ভিসা না থাকার অভিযোগে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শিয়া মুসলমানেরা ‘আল-বুহরাহ’ গোষ্ঠীর যার মধ্যে ১৬ জন তানজানিয়া,২ জন ভারত এবং একজন ইংল্যান্ডের অধিবাসী। সকলেরই উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাজধানী সানা এবং তানজানিয়ার ‘দারুস-সালাম’ শহর ভ্রমণ করা।
শিয় মুসলমানেরা মিশরের কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশের পর বিমানবন্দরে ভিসা অফিসে কায়রোয় কয়েক ঘণ্টা থাকা, হোটেল, বিভিন্ন যিয়ারতের জায়গা পরিদর্শনের জন্য ভিসার আহ্বান করেন। কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয়নি এবং পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ভিসা না থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।
মিশরের ফাতেমী যুগে আল-বুহরাহ গোষ্ঠী, ফাতেমী মাযহাবের একটি অংশ ছিল। যা ফতেমী মাযহাবের শেষ সময়ে এদের অনেক অনুসারীগণ বিভিন্ন দেশ বিশেষ করে ভারতে স্থানান্তর হয়।
1366996