কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইহুদিবাদী ঔপনিবেশিক গতকাল সকালে যুগুদা গিলিকের নেতৃত্বে মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করে মসজিদের অবমাননা করেছে।
এর পূর্বে বৃহস্পতিবারে জায়নবাদীরা একত্রিত হয়ে মসজিদুল আকসাতে প্রবেশের আহ্বান জানিয়েছে এবং মসজিদে প্রবেশের সময় দখলদার শাসকের পতাকা তাদের হাতে যেন থাকে।
1562358