IQNA

জায়নবাদীদের সমর্থনে মসজিদুল আকসার অবমাননা

9:39 - February 05, 2014
সংবাদ: 1371119
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলই ঔপনিবেশিকরা ইহুদি পণ্ডিতের নির্দেশ এবং ইহুদিবাদী সশস্ত্র বাহিনীর সমর্থনে মসজিদুল আকসা অবমাননা করেছে এবং মসজিদের আল-মাগারেবা গেট থেকে এই পবিত্র স্থানে প্রবেশ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইহুদিবাদী ঔপনিবেশিক গতকাল সকালে যুগুদা গিলিকের নেতৃত্বে মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করে মসজিদের অবমাননা করেছে।
এর পূর্বে বৃহস্পতিবারে জায়নবাদীরা একত্রিত হয়ে মসজিদুল আকসাতে প্রবেশের আহ্বান জানিয়েছে এবং মসজিদে প্রবেশের সময় দখলদার শাসকের পতাকা তাদের হাতে যেন থাকে।
1562358

captcha