IQNA

ফিনল্যান্ডে বরকতময় দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান

10:44 - February 07, 2014
সংবাদ: 1371822
আন্তর্জাতিক বিভাগ: ফিনল্যান্ড ইসলামিক সেন্টারের প্রচেষ্টায় ইরানী গবেষক মোহাম্মাদ হাসান সুজায়ী ফার্দের উপস্থিতিতে ৬ই ফেব্রুয়ারিতে বরকতময় দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আধ্যাত্মিক পূর্ণ দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফাতিমা যাহরা (সা. আ.) মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়ার অনুষ্ঠানে ফিনল্যান্ডের সকল আহলে বায়েত (আ.)এর ভক্তদের আমন্ত্রণ করা হয়েছে।
1371100

captcha