IQNA

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে হিজাব দিবস পালিত হবে

22:02 - February 24, 2014
সংবাদ: 1379495
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদ আগামী বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারী হিজাব দিবস পালনের উদ্যোগ নিয়েছে।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পক্ষিক পত্রিকা The Alestle এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এক দিন ব্যাপী আয়োজিত এ উদ্যোগে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির ছাত্রীদেরকে উত্সাহিত করা হবে যাতে তারা ইসলামি হিজাব পরে হিজাব দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারে।
এরই ভিত্তিতে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদের প্রতিনিধিগণ আগামী বুধবার ২৬শে ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে। এ আলোচনা সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্রীরা ইসলামি হিজাব ব্যবহার সংক্রান্ত বিষয় সম্পর্কে পরিচিতি লাভ করে পরবর্তী দিনের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য প্রস্তুত হবে।
মুসলিম ছাত্র পরিষদের প্রধান নাসের আল-মারাসী বলেন : হিজাব এমন একটি পরিভাষা যা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এ কর্মসূচীতে মূলতঃ মুসলিম নারীদের পোশাকের বিষয়টি হাইলাইট করা হবে।
ছাত্র পরিষদের সহকারী প্রধান ও হিজাব দিবস আয়োজনকারী কমিটির প্রধান আমিনা মুসা  জানিয়েছেন : হিজাবের প্রকৃত অর্থ এবং মুসলিম নারীদের হিজাব পরার কারণ ইত্যাদি বিষয়ে আলোচনার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন : এর মাধ্যমে অন্যান্য ধর্ম ও সংস্কৃতির নারীরা এক দিনের জন্য একজন মুসলিম নারীর জীবন ও (অইসলামি সমাজে) হিজাব ব্যবহারের ক্ষেত্রে তাদের সাহসিকতার বিষয়টি উপলব্ধি করতে পারবেন।
এ দিবসের বিভিন্ন কর্মসূচীর অবকাশে হিজাবের ইতিহাস সংক্রান্ত বিষয়ে বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

1378565

captcha