কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের কুহাত শহরের বাহিরে অবস্থিত পুলিশ ফাঁড়ির নিকটে একটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১৪ নিহত এবং ১৫ আহত হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান ইকবাল খান জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদের ১৫০ মাইল সুদূরে অবস্থিত কুহাত শহরের উক্ত বাস টার্মিনালে মিনিবাসের মধ্যে রাখা বোমটি বিস্ফোরণ ঘটাই সন্ত্রাসীরা।
এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায়ভার কেও স্বীকার করেনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম জানিয়েছে, বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের প্রধান উদ্দেশ্য ছিল শিয়াদের হত্যা করা এবং ধারণা করা যাচ্ছে তালেবান অথবা স্থানীয় সশস্ত্র গ্রুপ এ বিস্ফোরণের প্রধান কর্তা।