IQNA

বাহরাইনের সহিংসতার নিন্দা জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

9:47 - March 08, 2014
সংবাদ: 1384054
রাজনৈতিক বিভাগ: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্জিয়া আফখাম, বাহরাইনের সহিংসতার নিন্দা জানিয়েছেন।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি বাহরাইনে বোমা বিস্ফোরণ এবং সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্জিয়া আফখাম।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্জিয়া আফখাম জানিয়েছেন, বাহরাইনের কর্মকর্তামণ্ডলী প্রকৃত, কার্যকর, ও জাতীয় সংলাপ এবং নিরাপত্তা ও উপজাতি পন্থা এড়ানোর মাধ্যমে সেদেশ সহিংসতাকে কমাতে পারে।
1383255

captcha