কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গত ২১মে মার্চ থেকে শুরু হয়েছের ইরানের প্রাচীন সংস্কৃতির নওরোজ তথা নববর্ষ। এ দিন থেকে ইরানের ১৩৯৩ সনের ফার্সি নববর্ষের গণনা শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষের শুরুতে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের জনগণসহ বিশ্বের ফার্সি ভাষাভাষী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
ইরানের পবিত্র নগরী মাশহাদে ৮ম ইমাম হযরত আলী ইবনে মুসা রেজার (আ.) পবিত্র মাজারে ইরানি নববর্ষ তথা নওরোয উপলক্ষে গতকাল শুক্রবার এক বিশাল সমাবেশে বক্তৃতাকালে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেন: ইরানি মুসলিম জাতিকে সাম্রাজ্যবাদী পশ্চিমা দেশগুলোর অপতৎপরতা প্রতিরোধে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে; যাতে শত্রুরা কখনও তাদের হীন উদ্দেশ্যে সফল হতে না পারে।
তিনি ফার্সি নববর্ষ তথা ১৩৯৩ সনকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বর্ষ হিসেবে অভিহিত করে বলেন: সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে হলে শক্তিশালী সংস্কৃতিরও প্রয়োজন। কেননা যদি অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করা সম্ভব না হয়, তাহলে ধীরে ধীরে সংস্কৃতির ভিত্তিও নড়বড়ে হয়ে যাবে। তখন ইসলামী বিপ্লবের দুশমনদের সাংস্কৃতিক আগ্রাসনে সফল হবে; তাই শত্রুরা যাতে কখনও দেশ ও জাতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকবে।
তিনি বলেন: অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধি অর্জন করতে হলে সরকার ও জাতি উভয়কেই একযোগে কাজ করতে হবে। কেননা যদি জনগণের সহযোগিতা না থাকে তাহলে সরকার একার পক্ষে কোন অগ্রগতি অর্জন করা সম্ভব না।
তিনি বলেন: নববর্ষের শুরুতে আমি ইরানি জনগণের প্রতি উদাত্ব আহ্বান জানাচ্ছি যে, মহান আল্লাহর উপর ভরসা এবং অভ্যন্তরীণ সম্ভবণা ও ক্ষমতার প্রতি নির্ভর করে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা পশ্চিমা দেশগুলোর প্রতি কখনও ভরসা করব না। কারণ তারা কখনও আমাদের কল্যাণ ও উন্নতিকে সহ্য করতে পারবে না।
হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী অর্থনৈতিক ও সাংস্কৃতিক বর্ষের পরিকল্পনা ও কর্মসূচী সফল করতে ইরানি সরকার ও জনগণের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দান করেন।
ইরানি নববর্ষের প্রথম দিনে পবিত্র মাশহাদ নগরীতে ৮ম ইমাম হযরত আলী ইবনে মুসা রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে আয়োজিত এ বিশাল সমাবেশে ইরানি উদ্বর্তন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী নববর্ষের শুভেচ্ছা বানীর শেষপ্রান্তে যুবক, পরিবারবর্গ, শিশু এবং নারী-পুরুষদের সুস্থতা, সুখ, মনের শান্তি, ভালবাসা এবং অগ্রগতির জন্য দোয়া করেছেন।
1389063