IQNA

ইরাকের জনগণের প্রতি আয়াতুল্লাহ সিসতানি’র প্রতিনিধির আহ্বান

11:43 - April 06, 2014
সংবাদ: 1391058
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের আসন্ন নির্বাচন উপলক্ষ ইরাকের মহামান্য ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিসতানি’র প্রতিনিধি সেদেশের অধিবাসীদের নিকট উপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের রাস্তায় ঘোষিত মিথ্যা প্রতিশ্রুতির ব্যাপারে সতর্কবার্তা দিয়ে আয়াতুল্লাহ সিসতানি’র প্রতিনিধি আব্দুল মাহদী কারবালায়ী জানিয়েছেন: প্রার্থীদের ব্যাপারে যখন আপনার কোন ধারণা নেই, তখন যোগ্যতম ব্যক্তিকে নির্বাচন করার জন্য অভিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেন।
তিনি গত শুক্রবার তথা ৪র্থ  এপ্রিল ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মাযার প্রাঙ্গণে জুম্মার নামাজের খুতবায় জানিয়েছেন: ভোট দেওয়ার পূর্বে প্রার্থীর অতীত, বর্তমান, কর্মদক্ষতা এবং ইরাক ও ইরাকের জনগণের প্রতি ভালোবাসার ব্যাপারে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিবেন কাকে ভোট দেবেন।
তিনি আরও বলেন: যাকে ভোট দেবেন পূর্বে সে দেশ গঠনের জন্য স্থানীয় সরকারকে এক নিষ্ঠা ভাবে সাহায্য করেছে, নাকি করেনি, সে ব্যাপারেও পর্যবেক্ষণ করবেন।
ইরাকের উচ্চ নির্বাচনীয় কমিশনের অনুমোদনে গত ৩১শে মার্চের রাত হতে প্রার্থীদের প্রচারাভিযান শুরু হয়েছে। ইরাকের সংসদীয় নির্বাচন অতি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিলক্ষিত করা হয়। ইরাকের সংসদীয় নির্বাচন ৩১শে এপ্রিলে শুরু হবে।
1582345

captcha