IQNA

উম্মুল ফাহিম শহরের একটি মসজিদে হামলা চালিয়েছে যায়নবাদীরা

22:25 - April 20, 2014
সংবাদ: 1397719
আন্তর্জাতিক বিভাগ: অধিকৃত অঞ্চলের উত্তর দিকে অবস্থিত উম্মুল ফাহিম শহরের একটি মসজিদে ১৮ই এপ্রিলে আগুন দিয়েছে যায়নবাদীরা।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে: যায়নবাদীরা অবমাননাকর উক্তি মসজিদের দেওয়ালে লিখেছে এবং পরবর্তীতে মসজিদে আগুন জ্বালিয়েছে।
সম্প্রতি আরবদের বসবাসকৃত একটি গ্রামে যায়নবাদীরা হামলা চালায়। আর এই হামলার সূত্র ধরে মসজিদে হামলা চালায় যায়নবাদীরা।
অধিকৃত অঞ্চলের বিভিন্ন মসজিদে যায়নবাদীরা ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি উপনিবেশ সম্প্রসারণের জন্য যারা বিরোধিতা করছে তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য যায়নবাদীরা ‘মূল্য ট্যাগ’ নামে নতুন পন্থা অবলম্বন করছে।
বলাবাহুল্য, বর্তমানে অধিকৃত অঞ্চলে মাত্র ১৭ লাখ আরবিভাষী বসবাস করছে।
1396905

captcha