IQNA

অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল জার্মানের মসজিদসমূহ

22:54 - October 05, 2014
সংবাদ: 1457206
আন্তর্জাতিক বিভাগ: শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে মিথ্যা ধারণা দূরীভূত করা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য জার্মানের মুসলমানেরা ৩য় অক্টোবর শুক্রবারে অমুসলিমদের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়েছে।

‘Anadolu Agency’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বার্লিন শহরের একটি মসজিদের কর্তৃপক্ষ ‘অ্যান্ডোস্টিন’ জানিয়েছেন: দুর্ভাগ্যবশত, জার্মানে মিথ্যা ধারণার দরুন ইসলাম ধর্মকে অনেকেই ভয় পায় এবং মুসলমানদের সাথে শত্রুতা করে।
তিনি আরও বলেন: জার্মানের অতিথিরা আমাদের নিকট সাধারণত সহিংসতা, সন্ত্রাসবাদ এবং এসকল বিষয় ইসলাম ধর্মে রয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন করে। আমরা তাদের সম্মুখে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরি এবং তাদেরকে আমাদের চরমপন্থিদেরকে প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে পরিচিত করায়। জার্মানি পরিবেশ থেকে শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে কুসংস্কার দুর করাই আমাদের প্রধান চেষ্টা।
সর্বশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে, তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএলের কার্যক্রমের ফলে জার্মানের অমুসলিমদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারনা এবং মুসলমানদের প্রতি নেতিবাচক মনোভব সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রায় চল্লিশ লক্ষ্য মুসলমান জার্মানে বসবাস করছে। এদের মধ্যে অধিকাংশই তুরস্কের অধিবাসী।
জার্মানের চারটি ইসলামিক সংগঠন নিয়ে গঠিত ‘জার্মান সমন্বয় কাউন্সিল’এর উদ্যোগে অমুসলিমদের জন্য মসজিদের দরজা খুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছে: জার্মানের ৭০০ মসজিদে প্রায় এক লক্ষ্য লোক পরিদর্শন করেছে।
শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে মিথ্যা ধারণা দূরীভূত করা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য জার্মানের মুসলমানেরা অমুসলিমদের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়েছে।
জার্মানে বার্লিন শহরের যুবক স্টিফেন স্ট্রাইকার জীবনে প্রথমে মসজিদ পরিদর্শন করে বলেছেন: ‘সত্যিই আমাকে অনেক প্রভাবিত করেছে।
তিনি বলেন: এখানে অনেক সুন্দর। আমার জন্য জুতা খুলে মসজিদে প্রবেশ করা কোন সাধারণ বিষয় নয়। তবে অনেক ভালো কিছু অনুভব করতে পারছি।
জার্মানের আপর এক নাগরিক সাবিন সুওয়ানায মসজিদ পরিদর্শন করে বলেছেন: খ্রিষ্টান ধর্মের অনুসারী হিসেবে এটা (মসজিদ পরিদর্শন করা) আমার জন্য অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং আমি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। এধরণের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অমুসলিমদের মধ্য থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কুসংস্কার কমতে থাকবে।
1456985

captcha