কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত নামাজের অনুষ্ঠান আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার এডিলেড শহরের ‘হুসাইনি’ নামক ইসলামিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে আরাফা’র দোয়ার অনুষ্ঠান, কোরবানি ঈদের নামাজ এবং তাকফিরিদের ধ্বংস এবং মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করা হয়।
1457316