IQNA

আসন্ন মুহররম মাস উপলক্ষে ইংল্যান্ডে শোক মজলিশের আয়োজন মজলিশ

20:43 - October 18, 2014
সংবাদ: 1461386
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন মুহররম মাস উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ২৬শে অক্টোবর থেকে দশ দিন ব্যাপী শোক মজলিশ অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সাথিদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে দশ দিন ব্যাপী বিশেষ শোক মাহফিল অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ১০দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত শোক মজলিশে কারবালার আলোকে বক্তৃতা পেশ করবেন হজ্জাতুল ইসলাম হুসাইনী।
২৬শে অক্টোবর থেকে প্রতিদিন স্থানীয় সময় রাত ৮টায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইংল্যান্ড ইসলামিক সেন্টারে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৃথক ভাবে উর্দু, আরবি ও ইংরেজি ভাষায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
1461038

captcha