IQNA

কাতারের রাজধানীতে ‘কুরআনিক বিজ্ঞান পরিষদ’ উদ্বোধন

23:26 - October 18, 2014
সংবাদ: 1461406
আন্তর্জাতিক বিভাগ: কাতারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আল থানি এবং বিভিন্ন ইসলামিক দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে ‘আনসারী’ নামক কুরআনিক বিজ্ঞান পরিষদ উদ্বোধন হয়েছে।

‘কাতারের সংবাদপত্র আল আরাবে’র বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের আনসারী কুরআনিক বিজ্ঞান পরিষদের প্রধান ‘মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আনসারী’ বলেন: উক্ত কুরআনিক কেন্দ্র কুয়েতের রাজধানী দোহার হেয়য়ুয়ে নামক অঞ্চলে পাঁচ হাজার বর্গ মিটারের জমির উপর নির্মিত হয়েছে। কুরআনিক বিজ্ঞান পরিষদ ‘আনসারী’ নির্মাণ করতে ২৫ মিলিয়ন কাতারি রিয়ালে’র অধিক ব্যয় হয়েছে।
তিনি বলেন: ইসলাম ও কুরআনের বার্তা প্রচারের লক্ষ্যে কুরআনিক বিজ্ঞান পরিষদ আনসারীতে ধর্মীয়, বৈজ্ঞানিক, কুরআনিক, সাংস্কৃতিক ও প্রশিক্ষণমূলক কাজ সংগঠিত হবে।
মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আনসারী আরও বলেন: কুরআনিক বিজ্ঞান পরিষদ ‘আনসারী’র অন্তর্ভুক্ত কুরআন হাফেজ কেন্দ্র, পাবলিক লাইব্রেরী, সেমিনার কক্ষ, ইসলামিক স্টাডিজ কেন্দ্র রয়েছে।
1461039

captcha