‘Arab News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাম্প্রতিক সৌদি আরবের হজ প্রতিষ্ঠানের প্রধান এবং হজ মন্ত্রণালয়ের মধ্যকার এক বৈঠকে ১০ বছরের কম বয়সি শিশুদের হজে উপস্তিতির নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তবে এ ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে।
সৌদি আরবের হজ মন্ত্রনালয় জানিয়েছে: হজ মৌসুমে গ্রীষ্মকালের অধিক তাপ এবং অধিক জনসংখ্যার দরুন শিশুদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে।
জ্বিলহজ্ব মাসে ধীরে ধীরে গ্রীষ্ম কালে উপনীত হচ্ছে এবং এসময়ে মক্কা ও মদিনা নগরীতে ৪০ ডিগ্রীর সেলসিয়াসের অধিক তাপমাত্রা অতিবাহিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে হজ মৌসুমে ৫ থেকে ৭ হাজারের শিশু উপস্থিত ছিল। যারমধ্যে ৬ বছরের নিচে ৬৫ শতাংশ শিশু ছিল। জরিপ অনুযায়ী চলতি বছরে হজে ব্রিটেন থেকে ১০ বছরের কম বয়সি শিশুর উপস্তিত অধিক ছিল।
গ্রীষ্মকালের অধিক তাপ ও অধিক জনসংখ্যার দরুন শিশু এবং তাদের পরিবারবর্গের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে।
প্রাথমিক গবেষনার পরে ১০ বছরের কম বয়সি শিশুদের হজে উপস্তিতির নিষেধাজ্ঞা প্রস্তাবের পরিকল্পনাটি সোদি আরবের সুপ্রিম কাউন্সিলে পাঠানো হবে।
1461713