কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি তুরস্কের এক অধিবাসী সামাজিক নেটওয়ার্কে পবিত্র কুরআন অবমাননা করে অপত্তিজনক একটি পোষ্ট প্রকাশ করেছে। আর এর প্রতিবাদে সেদেশের জনগন ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে।
এ পোষ্টটি এতই আপত্তি জনক ছিল যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উকিল ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে।
কয়েক দিন পূর্বে সামাজিক নেটওয়ার্ক টুইটার ব্যাবহারকারি ‘kedibiti’ নিজের একটি ছবি পোষ্ট করেছে। আর এ ছিবটি ছিল পবিত্র কুরআনের উপর পা রাখা অবস্থায়।
এ ঘটনার পর অঙ্কারা’র মেয়রের ওকিল (পবিত্র কুরআন অবমাননা করার জন্য) ঐ পাশবিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন।
এর পর থেকে স্পষ্ঠ হয় যে, এ ব্যবহারকারিটি হচ্ছে ‘গুল বিয়াজ আতিক’ নামের এক মহিলা।
প্রতিবেদন অনুযায়ী, ইন্তানবুলের পুলিশ অভিযোগের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় গবেষণা করে পবিত্র কুরআন অবমাননাকারীর কম্পিউটার ও মোবাইল কবলিত করে এবং তাকে গ্রেফতার করে।
যদিও এ ব্যক্তি এ জঘন্য কাজকে ইসলামের সাথে কোন শত্রুতা নেই বলে জানিয়েছে।কিন্তু তার বিরুদ্ধে ইসলাম অবমাননা, জনগণকে উদ্দীপিত করা এবং জনশৃঙ্খলা ব্যাহতের অভিযোগ আনা হয়েছে।
1462943