কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ায় প্রেরিত ইরাকের পবিত্র নগরী কারবালার ইমাম হুসাইন (আ.)এর মাযারের প্রতিনিধি ‘মুহাম্মাদ বাকের আল মানসুরী বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতা ইমাম হুসাইন (আ.)এর মাযারের সাথে সম্পৃক্ত দারুল কুরআনের তত্ত্বাবধানে ইন্দোনেশিয়ার কুরআন প্রশিক্ষণ কর্মীদের প্রস্তুত করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: কারবালা থেকে প্রেরিত একটি টিমটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা’য় সফর করেন এবং গতকাল ১ম নভেম্বরে ইন্দোনেশিয়ায় অবস্থিত ইরাকের শিয়া এনডাওমেন্ট অফিসের প্রধান সৈয়দ সালেহ আল হায়দারি’র সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ইন্দোনেশিয়ায়, ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে দারুল কুরআন শাখা খোলার ব্যাপারে আলোচনা করা হয়।
সৈয়দ সালেহ আল হায়দারি ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে দারুল কুরআন শাখার উদ্বোধনের ব্যাপারে বলেন: এধরণের পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের মধ্য ঐক্য মজবুত করা সম্ভব এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক শক্তিশালী করা সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)এর মাযারের এ টিমটি দক্ষিণ পূর্ব এশিয়া ক্রমাগত সফর করার মাধ্যমে এ পরিকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং আগামী চার বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
1466652