‘Daily Times’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন ইসলামাবাদ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে উচ্চ শিক্ষা কমিশন, আন্তর্জাতিক গবেষণা ইন্সটিটিউট এবং পাকিস্তানের ইকবাল সংলাপ প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তানে কুরআন স্টাডিজের অবস্থান শিরোনামে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এ সম্মেলনে পাকিস্তানে কুরআন শিক্ষা ও গবেষণার পরিসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এছাড়াও উক্ত শীর্ষ সম্মেলনে কুরআন স্টাডিজ, কুরআন শিক্ষা, কুরআনের চ্যালেঞ্জ ও সেবার সীমাবদ্ধতা, মানুষের জন্য সুযোগ প্রদান এবং কুরআনিক সেবা প্রতিষ্ঠানের ব্যাপারে আলোচনা করা হবে।
তিন দিন ব্যাপী এ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের বিশিষ্ট ওলামা ও কুরআনিক গবেষক ও শিক্ষকগণ কুরআনের আলোকে লিখিত নিজেদের প্রবন্ধ সমূহ উপস্থাপন করবেন।
বলাবাহুল্য, শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ‘আহমেদ ইউসুফ আল দারভিস’ মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1472145