কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিন সকালে ৮ জন এবং বিকালে ১৪ জন প্রতিযোগী একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন।
এ প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান হিসেবে নিয়োজিত রয়েছে মদিনা মুনাওয়ারা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কুরআন বিভাগের প্রধান ‘আহমেদ বিন আলী আস-সুদিস’।
৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিন, শনিবার (১৫ই নভেম্বর) সকালে বাহরাইন, চাদ, গাম্বিয়া, পাকিস্তান, লিবিয়া, মরক্কো, নাইজার, ক্যামেরুন, মরিতানিয়া, আলজেরিয়া এবং ফিলিপাইন প্রতিনিধিগণ এক অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত প্রতিযোগিতার প্রথম দিনের বিকালের পর্বে তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, তাজিকিস্তান, ফিলিপাইন, রিইউনিয়ন, নাইজেরিয়া, ক্যামেরুন, মিয়ানমার, বাহরাইন, বসনিয়া ও হার্জেগোভিনা, এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
এ কুরআন প্রতিযোগিতা মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং পবিত্র কুরআনের শব্দের অর্থ ও তার ব্যাখ্যা, তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ১৫ পারা কুরআন হেফজ এবং তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ৫ পারা কুরআন হেফজ। এরমধ্যে চতুর্থ বিভাগ তথা তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ৫ পারা কুরআন হেফজ শুধুমাত্র অ-মুসলিম দেশের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলোকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ নভেম্বরে মসজিদুল হারামের প্রাঙ্গণে শুরু হয়েছে।
বলাবাহুল্য, উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৯টি দেশে থেকে মোট ১৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।