কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুদানের রাজধানী খার্তুমে ১৯ই নভেম্বরে আফ্রিকার সর্ববৃহৎ কুরআন প্রিন্ট প্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে সুদানের দারুল মুসহাফ কেন্দ্রের প্রধান এবং কুরআনের সক্রিয় কর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত কুরআন প্রিন্ট প্রেস থেকে প্রতি বছর ছয় লক্ষ কুরআন প্রিন্ট করা যাবে।
কাতারের অর্থায়নে আফ্রিকার সর্ববৃহৎ কুরআন প্রিন্ট প্রেস নির্মাণ করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আওকাফ ও ইসলামী মন্ত্রীর উপদেষ্টা ‘খলিফা বিন জাসেমুল কওয়ারা’ উপস্থিত ছিলেন।
তিনি এক সংবাদ সম্মেলনে কুরআন প্রিন্ট প্রেস উদ্বোধনের ব্যাপারে বলেন: এ কুরআন প্রিন্ট প্রেস উদ্বোধনের ফলে কুরআন প্রিন্টিং এর গুণগত মান পরিবর্তন ছাড়াও প্রতি বছর তিন গুণ কুরআন প্রিন্ট বৃদ্ধি ও বিদেশ থেকে পবিত্র কুরআন আমদানি করার আর প্রয়োজন হবে না।
এর পূর্বে আফ্রিকার দারুল মুসহাফ একটি আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান ছিল এবং পবিত্র কুরআন প্রিন্ট কারা উদ্দেশ্যে ১৯৯৪ সালে সুদানের রাজধানী খার্তুমে নির্মাণ হয়েছিল। এ কুরআন প্রিন্ট প্রেস থেকে প্রতি বছর কুরআন প্রিন্ট করে আফ্রিকান মহাদেশ সহ প্রতিবেশী দেশ সমূহে পবিত্র কুরআন বিতরণ করা হত।
1474937