‘Times of India’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের ব্রেইল কুরআন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বিশ্বে ১৩টি দেশে সক্রিয় ভাবে নিজেদের কর্মকে পরিচালনা করছে। কয়েক দিন পূর্বে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন শরিফ সরবরাহ করেছে।
বোম্বের একটি বেসরকারি সংস্থা, অন্ধ এবং চোখে কম দেখে এমন শিক্ষার্থীদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ খুব শীঘ্রই একা একাই (কোন প্রকার সিডি প্লেয়ার শোনা ছাড়াই) কুরআন পড়তে সক্ষম হবে।
বর্তমানে তারা কুরআন তেলাওয়াতের বিভিন্ন নিয়ম সম্পর্কে শিক্ষা অর্জন করছে এবং খুব শীঘ্রই তারা একা একাই কুরআন পড়তে সক্ষম হবে।
আলীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কোর্সে অংশগ্রহণকারী আদিব আহমেদ ওসমান বলেন: আমি ২০ বছর আগে আমার দৃষ্টিশক্তি হারায় এবং এ পর্যন্ত অন্যদের কুরআন তেলাওয়াত অথবা অডিও রেকর্ডিং শুনে আমি কুরআন শিখতাম। বর্তমানে আমি ব্রেইল বর্ণমালায় কুরআন তেলাওয়াতের বিভিন্ন কায়দা সম্পর্কে জ্ঞান অর্জন করছি এবং অতি শীঘ্রই একা একা সম্পূর্ণ কুরআন পড়তে সক্ষম হব।
ব্রেইল কোরআন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সদস্য কাজি মুজাম্মেল উদ্দিন বলেন: ভারতে ব্রেইল বর্ণমালায় লিখিত কুরআন শরিফ খুবই সংকট। তবে বর্তমানে চেষ্টা করছি, আলীগড় বিশ্ববিদ্যালয়ে যেন ব্রেইল বর্ণমালায় লিখিত কুরআন শরিফ সবসময় পাওয়া যায়।
1475720