বারাসা’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অক্সফোর্ডের আহলে বাইত (আ.) কেন্দ্র ইলমি একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কিছু সংশোধন ও সংস্কারের পর আগামী কয়েক মাসের মধ্যে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এ কেন্দ্রের ভবন হস্তান্তর অনুষ্ঠানে আল্লামা সাইয়্যেদ মূর্তাজা কাশমিরী এবং ব্রিটেনের বেশ কয়েকজন উলামা এবং শিয়া চিন্তাবিদও উপস্থিত ছিলেন।
আল্লামা কাশমিরী উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আশাবাদ ব্যক্ত করেন যে, অক্সফোর্ড শহরে আহলে বাইত কেন্দ্র, আহলে বাইত (আ.) এর চিন্তাধারা প্রসারের ক্ষেত্রে আন্তর্জাতিক একটি ইসলামি কেন্দ্র হিসেবে কার্যক্রম চালাবে। আন্তর্জাতিক আহলে বাইত (আ.) সংস্থার প্রেসিডেন্ট সৈয়দ মুহাম্মাদ মুসাভিও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।# 1204550