IQNA

সামরিক বাহিনীর ৪৮ ঘণ্টা সময়সীমা বেধে দেওয়ার পর

মোহাম্মাদ মুরসির পতন; নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি

14:15 - July 05, 2013
সংবাদ: 2556454
আন্তর্জাতিক বিভাগ: অবশেষ মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসি সরকারের পতন ঘটেছে এবং সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলী মানসুরকে মিশরের অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের ঘোষণা দিয়ে সেনাপ্রধান জেনারেল ‘আব্দুল ফাতাহুল সিসি’ বলেছেন, দেশে আগাম প্রেসিডেন্ট নির্বাচন দেয়া হবে।

বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাতাহুল সিসি রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মুরসিকে উৎখাতের ঘোষণা দেন।

আব্দুল ফাতাহুল সিসি বলেছেন, রাজনৈতিক দলের সাঙ্গে সশস্ত্র বাহিনীর কমান্ডারের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে নিম্নক্ত রেডম্যাপ সমূহে একমত পোষণ করেছে:

- সংবিধান অস্থায়ী স্থগিতাদেশ

- সংবিধান সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, সাধারণ সংবিধানেরা বিরুদ্ধে আদালতে শপথ করবে এবং আদালতের প্রধান বিচারক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

- খুব শীঘ্রই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আহ্বান

- অভ্যন্তরীণ বিবৃতি সংবিধানগুলো পরিবর্তন করার অধিকার রয়েছে সাংবিধানিক আদালতের রাষ্ট্রপতির

- রাজনৈতিক রঙ্গভূমিতে দেশের যুবকদের পরিসেবা প্রদানের অধিকার

- বিভিন্ন সংগঠনের সমন্বয়ে উচ্চ কমিটি গঠন, যাতে বৈধ অক্ষর এবং গ্রহণযোগ্য ব্যক্তি মহোদয় থাকবে।
1252398

captcha