IQNA

নাইজেরিয়ার সরকারকে সতর্ক করে দিল মুসলমানেরা

11:10 - January 12, 2016
সংবাদ: 2600084
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সরকার সেদেশে হিজাব নিষেধাজ্ঞা জারি পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর এর প্রতিবাদে নাইজেরিয়ার মুসলিম ছাত্র অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড দেশটির সরকারকে সতর্ক করে এ কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার মুসলিম ছাত্র অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি ১০ম জানুয়ারিতে আল ওরান শহরে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন।

মুসলিম ছাত্র অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুল কাদের আরিরাহ বলেন: মুসলিম শিক্ষার্থীরা, মুসলিম নারীদের ওপর কোন প্রকার অনৈসলামিক আইন বাস্তবায়ন হতে দেবে না।

যারা হিজাব নিষেধাজ্ঞার জন্য আহ্বান জানিয়েছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আব্দুল কাদের আরিরাহ বলেন: মুসলিম নারীর সুন্দর গুন হচ্ছে হিজাব।

তিনি বলেন: মুসলমানদের জীবনের অংশ হচ্ছে হিজাব এবং মুসলমানেরা তাদের জীবনের কোন অংশকেই বাদ দেবে না।

নাইজেরিয়ার স্কুলের পাঠ্যক্রম থেকে ধর্মীয় বিষয়সমূহ অপসারণে ব্যাপারে তীব্র সমালোচনা করে বলেন: এ কাজের মাধ্যমে সমাজে নৈতিক অবক্ষয় হবে।

তিনি আরও বলেন: ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে অনেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে সাহায্য করছে এবং পাঠ্যক্রম থেকে ধর্মীয় বিষয়সমূহ অপসারণ করলে এটা আরও ভয়াবহ হবে।

নাইজেরিয়ার মুসলিম ছাত্র অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি আরও বলেন: হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। যেমন: প্রকাশ্য স্থানে চেকপয়েন্ট স্থাপন করা প্রমুখ।

http://iqna.ir/fa/news/3466542/


captcha