IQNA

মালয়েশিয়ায় ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান পুলিশের হামলা

19:59 - October 15, 2016
সংবাদ: 2601767
আন্তর্জাতিক ডেস্ক: ৯ম মুহররম রাতে মালয়েশিয়ার রিলিজিয়াস পুলিশ সেদেশের সেলাঙ্গর শহরে একটি ইমামবাড়িতে হামলা চালিয়ে শোকানুষ্ঠান বন্ধ করে দেয়।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রিলিজিয়াস পুলিশ শোক মজলিশে হামলা চালিয়ে শোকানুষ্ঠান পণ্ড করে ৩০ জন আজাদারকে গ্রেফতার করেছে।
গত বছরেও দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি ইমামবাড়িতে পুলিশ হামলা চালিয়েছে। শোকানুষ্ঠানে অধিকাংশ অংশগ্রহণকারী পাকিস্তানের নাগরিক ছিল।
গত বছরে পুলিশ ইমামবাড়িতে হামলা চালিয়ে অনুষ্ঠানের আয়োজক এক আলেম এবং কয়েকজন অংশগ্রহণকারীকে গ্রেফতার করেছিল।
চলতি বছর ৯ মুহররম রাতে (২২ অক্টোবর) রিলিজিয়াস পুলিশ কুয়ালালামপুরের ‘ইমাম রেজা (আ.)’ ইমামবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে শোকানুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করেছে।
iqna



captcha