IQNA

ইমাম মাহদীর সাথে কার রাজয়াত হবে?

15:52 - June 10, 2017
সংবাদ: 2603226
মাহদাভিয়াত বিভাগ: শিয়াদের একটি বিশ্বাস হল কিয়ামতের পূর্বে মানুষের রাজয়াত হবে। এটা কুরআন ও হাদিসের মাধ্যমে প্রমানীত।
 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: «أَ لَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيارِهِمْ وَ هُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْياهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَ لكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَشْكُرُون؛ তোমরাকি দেখনি হাজার হাজার মানুষ মৃত্যুর ভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল কিন্তু আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছিলন। অত:পর তাদেরকে জীবন্ত করেছিলেন। আল্লাহ মানুষের উপর অনুগ্রহ করে কিন্তু অধিকাংশ মানুষ তার শুকরিয়া করে না।

হাদিসের ভাষয়ায় রোজ কিয়ামত এবং ইমাম মাহদীর আবির্ভাবকে রাজয়াত বলা হয়েছে। ইমাম সাদিক(আ.) বলেছেন: «ایام الله ثلاثة ٌ: یوم یقوم القائم و یوم الکرة، و یوم القیامة» আল্লাহর দিন তিনটি, ইমাম মাহদীর কিয়াম, রোজ কিয়ামত এবং ইয়াওমুল কুররাহ।

ইমাম মাহদীর সাথে ২৭ জনের রাজয়াত হবে তার ম্যেধ হযরম মুসার কওমের ১৩জন থাকবে। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: শিয়া ، কিয়ামত ، কুরআন ، ইকনা
captcha