IQNA

পবিত্র রজব মাসের ফজিলত

10:50 - March 27, 2018
সংবাদ: 2605361
পবিত্র রজব মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে ৭ম ইমাম হযরত মুসা কাজীম (আ.) বলেছেন যে, রজব মহিমান্বিত মাস; আল্লাহ এ মাসের সওয়াবকে বর্ধিত এবং গুনাহকে হ্রাস করেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র রজব মাসের ফজিলত ও শ্রেষ্ঠত্বের কোন অন্ত নেই। আল্লাহ এ মাসের ভাল কাজের সওয়াবকে কয়েকগুন বাড়িয়ে দেন এবং মন্দ কাজের শাস্তিকে হ্রাস করেন। এ সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ হাদিস ইমাম মুসা কাজীম (আ.) থেকে বর্ণিত হয়েছে। উক্ত হাদীসে ইমাম (আ.) বলেন, রজব মহিমান্বিত মাস; আল্লাহ এ মাসের সওয়াবকে বর্ধিত এবং গুনাহকে হ্রাস করেন।' আমরা যদি এ হাদিসের মর্মার্থকে বিবেচনা করি তাহলে বুঝতে পারব যে, আমরা কোন গুরুত্বপূর্ণ মাসকে অতিবাহিত করছি।

পবিত্র রজব মাসের ১৩ তারিখ হচ্ছে আমিরুল মু’মিনিন আলীর (আ.) মহিমান্বিত জন্ম দিবস। এ দিন তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহে পবিত্র কাবা গৃহে জন্ম গ্রহণ করেছিলেন। যে নজিরবিহীন ঘটনা মানব ইতিহাসে অন্য কোন মানুষের ভাগ্যে জুটেনি।

এ ফজিলতপূর্ণ দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেগুলো হচ্ছে-

১- গোসল করা,

২- নফল নামায আদায় করা

৩- ইমাম হুসাইনকে (আ.) উদ্দেশ্য করে জিয়ারত পাঠ করা প্রভৃতি

রজব মাসের প্রতিদিন কমপক্ষে একশত বার নিজের জিকিরটি পাঠ করা মুস্তাহাব

«أَسْتَغْفِرُ اللهَ وَ أَسْأَلُهُ التَّوْبَةَ» আসতাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত্তাওবাহ

captcha