IQNA

আফগানিস্তানের পত্রিকা:

পাকিস্তানে তালেবান নেতা নিহত

20:11 - February 14, 2021
সংবাদ: 2612251
তেহরান (ইকনা): আফগানিস্তানের একটি সংবাদপত্র জানিয়েছে যে, কয়েক মাস আগে একটি বিস্ফোরণে পাকিস্তানের তালেবান নেতা মোল্লা হেবাতুল্লাহ নিহত হয়েছে।

কাবুলে প্রকাশিত এই পত্রিকা পাকিস্তানের কোয়েটায় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের তালেবান নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদেহ একটি বিস্ফোরণে নিহত হয়েছে।

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছ: এই বিস্ফোরণে মোল্লা হেবাতুল্লাহ ছাড়াও তালেবানের গোয়েন্দা প্রধান মোল্লাহ মুতিউল্লাহ এবং গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা হাফিজ আবদুল মজিদও নিহত হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটারার চালু বাওয়ারি এলাকায় হাফেজ আবদুল মাজেদ সুরক্ষিত একটি অঞ্চলে বোমা বিস্ফোরণের ফলে তালেবানের এসকল সদস্য নিহত হয়েছে।

তালেবান ও অন্যান্য স্বতন্ত্র উৎস এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

অথচ এদিকে জুন মাসে ফরেন পলিসি ম্যাগাজিন তালেবানের কিছু সদস্যের বরাত দিয়ে বলেছে যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোল্লা হেবাতুল্লাহর মৃত্যু হয়েছে। ম্যাগাজিনে বলা হয়েছে: তালেবানের নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছ কাতারের অফিসের সদস্যরাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের অবস্থাও ভালো না।

দলটির তৎকালীন কমান্ডার “মৌলুভি মোহাম্মদ আলী আহমাদজান” “মোল্লা হেবাতুল্লাহর” করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছিলেন; তবে সেসময় তিনি বলেছিলেন যে তালেবান নেতার পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই খবরটি সম্পূর্ণরূপে অস্বীকার করে এব্যাপারে বলেছে: এই দলের সকল নেতারা সুস্থ আছেন এবং তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন।
https://iqna.ir/fa/news/3953882

captcha