IQNA

মাশহাদে ইমাম কাযিম (আ.)এর অন্তর্গত হস্ত লিখিত পবিত্র কুরআন শরিফ প্রদর্শন

23:54 - November 30, 2014
সংবাদ: 2613524
আন্তর্জাতিক বিভাগ: ইরানের পবিত্র নগরী মাশহাদের ওস্তানে কুদস রাজাভী লাইব্রেরীতে ইমাম মুসা কাযিম (আ.)এর অন্তর্গত হস্ত লিখিত পবিত্র কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রদর্শনীতে প্রদর্শনীতে ইমাম মুসা কাযিম (আ.)এর নিজ হাতে লেখা অতি মূল্যবান পবিত্র কুরআন শরিফ সহ হস্ত লিখিত গ্রন্থ এবং লিথোগ্রাফি প্রদর্শন করা হয়েছে। এ প্রদর্শনী ইরানের পবিত্র নগরী মাশহাদের ওস্তানে কুদস রাজাভীর কেন্দ্রীয় লাইব্রেরীতে ২৯শে নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ৬ষ্ঠ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রদর্শনীতে অসাধারণ রৈখিক কুরআন, কুফি বর্ণমালায় ইমাম মুসা কাযিম (আ.)এর নিজ হাতে লেখা অতি মূল্যবান পবিত্র কুরআন এবং হরিণের চামড়ায় শেখ বাহয়ীর নিজ হাতে লেখা ওকফনামা দর্শনার্থীদের সম্মুখে প্রদর্শন করা হয়েছে।
জিয়ারত, আল-মাজাহারা, মিনহাজ আল-সদেকিন, মাদিনাতুল  মুয়াজেয, সারহে আরবাইন (চেহলামের ব্যাখ্যা) এবং রাওজাতুশ শোহাদ সহ অতি মূল্যবান অন্যান্য হস্ত লিখিত গ্রন্থ প্রদর্শন করা হয়েছে। এছাড়াও উক্ত প্রদর্শনীতে ‘চেহেল হাদীস, ইয়াদে বাইযা, বিদায়াতুল আনোয়ার ও নাসেখুত তাওরিখের লিথোগ্রাফি প্রদর্শন করা হয়েছে।
বলাবাহুল্য, মাশহাদের ওস্তানে কুদস রাজাভীর কেন্দ্রীয় লাইব্রেরীটি ২৩ মিলিয়ন তথ্য উৎসের সমন্বয়ে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত।
2613296

captcha