IQNA

সৌদি আরবে;

সৌদি আরবে স্বর্ণ খচিত কুরআন প্রকাশ

23:48 - December 02, 2014
সংবাদ: 2614532
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ‘রাজা ফুয়াদ’ কুরআন প্রকাশনার পক্ষ থেকে অতি শীঘ্রই স্বর্ণ দ্বারা সুসজ্জিত পবিত্র কুরআন শরিফের একখণ্ড পাণ্ডুলিপি প্রকাশ হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মদিনার কুরআন প্রকাশনা পরিষদের মহাসচিব মোহাম্মাদ সালেম বিন শাদিদুল উফি এ ব্যাপারে বলেছেন: খুব শীঘ্রই উক্ত প্রকাশনা থেকে স্বর্ণ দ্বারা সুসজ্জিত পবিত্র কুরআন শরিফের (Cold Foil) একখণ্ড পাণ্ডুলিপি প্রকাশ করা হবে।
উক্ত কুরআন শরিফ সুস্পষ্ট বর্ণমালা, চমৎকার নকশা এবং সূক্ষ্ম নকশ দ্বারা সুসজ্জিত করা হয়েছে।
আল উফি আরও বলেছেন: এছাড়াও উক্ত কুরআনের প্রচ্ছদ সূক্ষ্ম চামড়া এবং কুরআন রাখার জন্য প্রাকৃতিক চামড়ার উপর সোনার কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে একটি বাক্স। মূল্যবান এ কুরআনের প্রতি পৃষ্ঠার ওজন ১৩৫ গ্রাম ওজন।
2614271

captcha