IQNA

ভারতে শিক্ষার্থীদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান

23:33 - December 05, 2014
সংবাদ: 2615282
আন্তর্জাতিক বিভাগ: ভারতের অন্ধ্র প্রদেশের উদাইপুর শহরে ২০১৫ সালের ১ম ফেব্রুয়ারিতে ১২ বছর বয়সী কম স্কুল ছাত্রদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রতিযোগিতা ভারতের ইসলামিক স্টাডিজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কুরআন তেলাওয়াত ও শিক্ষার বিস্তারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে।
ভারতের ইসলামিক স্টাডিজ ইউনিয়ন পরিষদের প্রধান ‘মুহাম্মাদ দাউদ’ এ ব্যাপারে বলেন: স্কুল ছাত্রদের জন্য উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরপর দুই বছর অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রতিযোগিতা প্রাথমিক পর্ব অন্ধ্র প্রদেশ রাজ্য জুড়ে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০০ জনকে সেমিফাইনালের জন্য নির্ধারণ করা হবে। সেমিফাইনাল থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য ৩০ জনকে নির্ধারণ কারা হবে।
উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ভারতের অন্ধ্র প্রদেশের দার্সগাহ মাদ্রাসা এবং  রাহিমিয়া মসজিদের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
2614212

captcha