কুদসে রাজাভি’র কেন্দ্রিয় গ্রন্থাগারের বিদেশী গ্রন্থ বিভাগের কর্মকর্তা হামিদ রেজা মুন্তাযির আবাদি ইকনাকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন : হযরত ইমাম রেজা (আ.) এর মাজার সংলগ্ন গ্রন্থাগারে ৭৩টি বিদেশী ভাষায় ৭০০ গ্রন্থ রয়েছে। এতে ইংরেজি, ফরাসী, জার্মান ও আলবেনীয় ভাষাসহ বিভিন্ন ভাষার গ্রন্থ রয়েছে।
বহু বছর পূর্বে অনূদিত ৫টি কুরআন বিদেশী গ্রন্থ বিভাগে রয়েছে। এর মধ্যে কাযিমিরেস্কি অনূদিত ফরাসী অনুবাদ সবচেয়ে পুরাতন। যা ১৮৫৭ সালে প্রকাশিত হয়। ইংরেজি ভাষায়; জর্জ সিল কর্তৃক অনূদিত কুরআন, যা ১৮৬০ ও ১৮৯২ সালে প্রকাশিত।
এছাড়া ১৯০০ সালে প্রকাশিত ইংরেজি একটি কুরআন এবং ১৯০৭ সালে রুশ ভাষায় প্রকাশিত কুরআন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
সবচেয়ে পুরাতন যে কিতাবে মুকাদ্দাস (ইঞ্জিল) গ্রন্থটি এ গ্রন্থাগারে মজুত রয়েছে তা ১৪৭৩ সালে প্রকাশিত –এ কথা উল্লেখ করে তিনি বলেন : ১৯৫০ সালের পূর্বে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক ও প্রাচীন গ্রন্থ এ গ্রন্থাগারে রয়েছে।