বার্তা সংস্থা ইকনা: উক্ত মাসিক ম্যাগাজিনে বিষয়বস্তু হিসেবে -সাইয়্যের হামিদ রেজা বাখতিয়ারের রচিত ‘পূর্ণ হেদায়েতের কামনা’, হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ওলী উল্লাহ নাকীপুর রাফরের রচিত ‘হেদায়েতের জন্য নির্দেশ’, মার্জান খোসরাভীর রচিত ‘ভালো কাজের জন্য নিমন্ত্রণ কর’ এবং শাহরিয়ার জারশেনাসের রচিত ‘ইসলামী চরমপন্থা নয়’- উল্লেখ করা হয়েছে।
এছাড়াও এ ম্যাগাজিনে শাহরে কিয়ানুশ রাদ্দে’র রচিত ‘শয়তানের ফাঁদ থেকে সতর্কতা অবলম্বন’, হুসাইন মুর্তাজাভীর রচিত ‘আত্মত্যাগী সামাজিক গোপনীয়তা নয়’, মাহদী ইরান শাহীর রচিত ‘বসন্তের পরিচ্ছন্নতা নারীর দায়িত্ব’ সহ মাহদী পাকদেলের সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে।
এ ম্যাগাজিনে ‘তাবলীগের জন্য ভ্রমণ; ইসলাম ধর্মের সাথে সম্পর্কে স্থাপনের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা সংলাপ ও প্রশিক্ষণ’ বিষয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শুমালীর সাক্ষাৎকারও উল্লেখ রয়েছে। আগ্রহী ব্যক্তি মণ্ডলী এ ম্যাগাজিন দেখার জন্য এখানে ক্লিক করুন।
2926843