IQNA

আইএসআইএলকে পূর্ণ সহায়তা করছে ইসরাইল: ডোনাল্ড ট্রাম্প

23:33 - December 15, 2015
সংবাদ: 3463641
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে, ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশকে ইসরাইল বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: তিনি জানায়, আমাদের কিছু কথিত মিত্র দেশ যাদের সঙ্গে আমরা কাজ করছি এবং যাদের সেনাবাহিনীকে আমরা হৃষ্টপুষ্ট করার পাশাপাশি তাদেরকে সুরক্ষা দিচ্ছি তারাই আইএসআইএলসহ আল-কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছে। কাদের ব্যাপারে তিনি একথা বলছেন- এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের ব্যাপারে কী আমাকে খোলাসা করে বলতে হবে? আপনারা জানেন এরা কারা।
ট্রাম্প আরও জানিয়েছে, ইসরাইলিদের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে দায়েশকে সমর্থনকারী আমেরিকার মিত্র দেশগুলোর নাম তিনি উল্লেখ করবেন না। তিনি আরো বলেন, দায়েশের প্রতি ইসরাইল এবং অন্যান্য দেশের সহায়তা দেয়ার ব্যাপারে সবাই অবগত থাকলেও কেউ ইসরাইল নিয়ে কথা বলে না। কোটিপতি মার্কিন এই ব্যবসায়ী বলেন, মার্কিন সরকার এ ব্যাপারে অবগত আছে। অতীত রেকর্ড যাচাই করলে তার এই দাবি সত্য প্রমাণিত হবে বলে ট্রাম্প দাবি করেন।
গত বৃহস্পতিবার ট্রাম্প তার পূর্ব নির্ধারিত ইসরাইল সফর বাতিলের ঘোষণা দেন। 'আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার' পর কোনো এক সময় ইসরাইল সফরে যাবে বলে উল্লেখ করে ট্রাম্প।
3463605

captcha