বার্তা সংস্থা ইকনা: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে আগামীকাল স্থানীয় সময় ১৪টায় ইরানী এবং বিদেশী শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে।
এছাড়াও নাইজেরিয়ায় শিয়া মুসলমান হত্যার প্রতিবাদে গতকাল (১৮ ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরানসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুমা নামাজের পর ইরানের হাজার হাজার মানুষ নাইজেরিয়ার শিয়া মুসলমানদের সমর্থনে রাস্তায় নেমে আসে। এ সময় তাদের হাতে নানা রকমের ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল এবং নাইজেরিয়ায় হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয়।
নাইজেরিয়ার নির্যাতিত শিয়া মুসলমানদের বিষয়ে নীরবতা পালনের জন্য ইরানি বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিন্দাও জানায়।
গত ১২ ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনীর হামলায় উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশের জারিয়া শহরে বহু শিয়া মুসলমান মারা গেছেন। কোনো কোনো সূত্র এ সংখ্যা কয়েকশ’ বলে উল্লেখ করেছে। সামরিক বাহিনী অভিযোগ করেছে, এসব শিয়া মুসলমান নাইজেরিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল টুকুর বুরাতাইকে হত্যার ষড়যন্ত্র করছিল। তবে, হতাহত মুসলমানরা স্থানীয় একটি হোসাইনিয়াতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছিল।
এ ঘটনার একদিন পর নাইজেরিয়ার শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম আজ-জাকজাকি এবং তার স্ত্রীকে বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী আটক করে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, সে সময় ধর্মীয় নেতাকে বাঁচাতে আসা শত শত মানুষ সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক ইসলামি মানবাধিকার কমিশন বুধবার জানিয়েছে, এ ঘটনার পর পর শত শত ব্যক্তিকে গোপনে গণকবর দিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী।
3465735