IQNA

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাল মুসলিম হিকমাহ পরিষদ

9:21 - October 23, 2025
সংবাদ: 3478303
ইকনা- কায়রো থেকে ইকনা ডেস্ক রিপোর্ট: মিশরের আল-আযহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমদ আত-তাইয়িব–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মুসলিম হিকমাহ পরিষদ (Muslim Council of Elders) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং সংলাপ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-বাওয়াবা নিউজ–এর বরাত দিয়ে জানা যায়, পরিষদ এই চুক্তিকে অঞ্চলজুড়ে উত্তেজনা নিরসন ও স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে।
পরিষদ দুই দেশের নেতৃত্বের পক্ষ থেকে “বুদ্ধি, বিবেক ও মানবিক চেতনার আহ্বানে সাড়া দেওয়া”—কে প্রশংসা করেছে, যা সহাবস্থান, মানবজীবনের মর্যাদা রক্ষা এবং সহিংসতা ও সংঘাতের পরিবর্তে সংলাপ প্রচারের মূল লক্ষ্য বহন করে।
মুসলিম হিকমাহ পরিষদ উভয় পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে পারস্পরিক নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়।
এছাড়া পরিষদ ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সব আন্তরিক প্রচেষ্টাকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা কাতার ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা–র প্রশংসা করেছে, যারা দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র তৈরি করতে নিরলসভাবে কাজ করছে—যা পাকিস্তান ও আফগানিস্তানের জনগণের শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। 4312340#

 

captcha