
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা SPA জানায়, বুধবার বাদশাহ সালমানের স্বাক্ষরিত এক রাজকীয় ফরমানের মাধ্যমে শেখ আল-ফাওযানকে গ্র্যান্ড মুফতি, উচ্চতর আলেম পরিষদের সভাপতি, এবং গবেষণা ও ইফতা বিভাগ-এর প্রধান হিসেবে মন্ত্রী পর্যায়ের মর্যাদাসহ নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের প্রস্তাব দেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
রাজকীয় ফরমান অনুযায়ী, নির্দেশটি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শেখ সালেহ আল-ফাওযান পূর্বতন গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল আশ-শেখ-এর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, প্রয়াত শেখ আল আশ-শেখ (বয়স ৮১ বছর) ১৯৯৯ সালের মে মাসে শেখ আবদুল আজিজ বিন বাজ-এর পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান ১৩৫৪ হিজরি (১৯৩৫ খ্রিস্টাব্দ) সালে সৌদি আরবের আল-কাসিম প্রদেশের আল-শামাসিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি শরিয়াহ অনুষদ থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 4312415#