IQNA

ইসরায়েলের কারাগারে ৯৮ ফিলিস্তিনির শহাদাত

14:33 - November 20, 2025
সংবাদ: 3478469
ইকনা-  ফিলিস্তিনি বন্দিবিষয়ক গণমাধ্যম কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে অন্তত ৯৮ জন ফিলিস্তিনি বন্দি শহীদ হয়েছেন।
আল–জাজিরা সূত্রে জানা যায়, মানবাধিকার সংগঠন Physicians for Human Rights – Israel সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়—শহীদ হওয়া ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচারও হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েলি দখলদার বাহিনীর কারাগারে বন্দিদের পরিকল্পিত ও পদ্ধতিগত হত্যাকাণ্ডের আরও এক প্রমাণ, যা বিশ্ববাসীর চোখের আড়ালে ঘটে চলেছে।
বন্দিবিষয়ক দপ্তরের বিবৃতিতে বলা হয়— বিচার ছাড়াই বন্দিদের মৃত্যু এবং পরিবারকে অবহিত না করা, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউট অনুযায়ী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল।
 বন্দিদের মৃত্যুতে নির্যাতন, ক্ষুধা, চিকিৎসা অবহেলা এবং অমানবিক কারা–পরিবেশ সরাসরি দায়ী। দখলদার বাহিনীর গোপন নীতির কারণে আসল মৃত্যুর সংখ্যা ৯৮–এর চেয়েও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বন্দিদের নির্যাতন, হত্যা এবং তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘন করা চার নম্বর জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বন্দিবিষয়ক দপ্তর আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটি (ICRC) এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারকে আহ্বান জানিয়েছে—  জরুরি ভিত্তিতে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত শুরু, বন্দিদের কাছে অবাধ অ্যাকসেস নিশ্চিত করা, চলমান বেআইনি কর্মকাণ্ড থামানো এবং দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে জবাবদিহির আওতায় আনা। 
এছাড়া সাধারণ মানুষের অংশগ্রহণ ও কর্মসূচি জোরদারের মাধ্যমে বন্দিদের পাশে দাঁড়ানো এবং নিখোঁজ ব্যক্তিদের ভাগ্য উদঘাটনে চাপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
 
captcha