কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে দারিয়া শহরে হযরত সাকিনা (সা. আ.) এর মাযার অবস্থিত এবং সেদেশের সেনাবাহিনী ৯ম জানুয়ারিতে সন্ত্রাস বিরোধী কর্ম শুরু করে এবং ১০ম জানুয়ারির মধ্যে এই কর্ম সফল ভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাস নিধন কর্ম চলাকালীন সময়ে কয়েক জন সন্ত্রাসী হযরত সাকিনা (সা. আ.) এর মাযারে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে এবং ব্যাপক ভাবে ক্ষতি সাধন করে।