IQNA

পানামায় নও মুসলমানের সংখ্যা বৃদ্ধি

11:37 - January 26, 2014
সংবাদ: 1366443
আন্তর্জাতিক বিভাগ: সাম্প্রতিক বছরগুলোতে পানামা প্রজাতন্ত্রে নও মুসলমানদের সংখ্যা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান মহাদেশের একটি দেশ পানামা। সেদেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে নও মুসলিমরা প্রথম মসজিদ নির্মাণ করেছে।

ধর্মীয় পত্রিকার সাথে এক সাক্ষাতকারে পানামার নও মুসলিম ‘ভিয়ানকা চেনিস’ বলেন: “পানামার মুসলমানদের জন্য এটিই সর্বপ্রথম মসজিদ এবং এই মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।”

দুই মুসলিম ভদ্র মহিলার অবিরাম প্রচেষ্টার ৯ বছর পর মুসলমানদের এই স্বপ্ন সফল হয়েছে এবং অবশেষে ‘আল হাক্ক’ মসজিদ উদ্বোধন হয়েছে।

এ মসজিদ পানামার নও মুসলমানদের সেবার জন্য উদ্বোধন হয়েছে এবং মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে খুব শীঘ্রই একটি নিরাপদ ফোরাম প্রদান করা হবে। যাতে পানামার অধিবাসীরা ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারে এবং বিভিন্ন মাযহাবের মধ্যে গবেষণা করতে পারে।

1366032

captcha