IQNA

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার সহকারী পরিচালক;

বিশ্বের ২৮টি দেশে ইসলামী বিপ্লবের সাফল্য উপস্থাপন

11:55 - January 27, 2014
সংবাদ: 1367004
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার সহকারী পরিচালক ‘আসকারী’ জানিয়েছেন: চলতি বছরে বিশ্বের ২৮টি দেশের গবেষকদের উপস্থিতিতে ‘ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য ও অগ্রগতি’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান ‘ইব্রাহিমী তুর্কামান’ জানিয়েছেন: চলতি বছরে ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য ও অগ্রগতির আলোকে বিভিন্ন প্রোগ্রাম বিশ্বের ৩৩টি দেশে অনুষ্ঠিত হবে।

এসকল অনুষ্ঠানের মধ্যে ১৫টি দেশের গবেষকদের বক্তৃতা, দশই ফাজরে উপলক্ষে অনুষ্ঠান, ইসলামী বিপ্লবের আলোকে ২৪ দেশে গ্রন্থ প্রদর্শনী, ১৮টি দেশে ইরানী শিল্প প্রদর্শনী এবং দশই ফাজর উপলক্ষে বিশ্বের ১৭০ জন আর্টিস্টকে বিভিন্ন দেশে পাঠানো হবে। এদেশগুলো যথাক্রমে উগান্ডা, নাইজেরিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, তুরস্ক, সার্বিয়া, তিউনিসিয়া থাইল্যান্ড, আলবেনিয়া, জর্জিয়া, তুর্কমেনিস্তান, সিরিয়া, থাইল্যান্ড কাতার, কুয়েত, আফগানিস্তান ও বুলগেরিয়া অন্যতম।

1366113

captcha