IQNA

জার্মানি ইতিহাসে এই প্রথম;

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হল এক মুসলিম নারী

11:56 - January 27, 2014
সংবাদ: 1367005
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের ইতিহাসে এই প্রথম বারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন ফিলিস্তিনির বংশোদ্ভূত এক ভদ্র মহিলা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানে জন্মগ্রহণকারী ফিলিস্তিনির বংশোদ্ভূত ৩৫ বছরের এই ভদ্র মহিলা এর আহে বার্লিন স্টেটে অভিসৃতি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এই ভদ্র মহিলা ফ্রাঙ্ক ওয়াল্টার ইসটাভিনের পক্ষ থেকে জার্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ হয়েছেন এবং এখন থেকে তাকে জার্মানের কূটনীতি দৃশ্যে দেখা যাবে।

৩৫ বছরের এই মুসলিম মহিলা ফিলিস্তিনির এক পরিবারের সন্তান। তার পরিবার এর আগে লেবাননে ফিলিস্তিনির উদ্বাস্তুদের জন্য নির্মিত ক্যাম্পে বসবাস করত। ১৯৭০ সালে তার পরিবার জার্মানির বার্লিনে অভিবাসন হয়।

জার্মানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘শিবলী’ বার্লিনে জন্মগ্রহণ করেন। তার মোট ভাই-বোনের সংখ্যা ১২ জন। তিনি রাজনৈতিক বিজ্ঞানে লেখাপড়া করেছেন। গবেষণা জন্য তিনি কয়েক বছর পূবে সামাজিক গণতান্ত্রিক পার্টিতে (রাষ্ট্র সচিবের পার্টি) সহায়তা করেছেন।

‘শিবলী’ তার পরিবারের সম্পর্কে বলছেন: “আমি ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবারের সন্তান। আমার বাবা লেখাপড়া জানেন না এবং মা প্রাথমিক পর্যায়ের লেখাপড়া জানেন। কিন্তু তারা দু’জনই তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন”।

তিনি বলেছেন: আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশী প্রভাব সৃষ্টি করছে পরিবারের মধ্যে ধর্মীয় আলোচনা, সমষ্টিগত ভাবে কুরআন পড়া, রোজা রাখা এবং নামাজ আদায় করা।

‘শিবলী’ আরও জানান: ৫৫ বছর বয়সী তার এক ভাই সুইডেনের একটি মসজিদের ইমামতি করছেন।

http://shafaqna.com/persian/islam-world/item/64258

captcha