‘fait-religieux’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তঃ ধর্মীয় কেন্দ্র নির্মাণের পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘প্রার্থনা ও স্টাডি হাউস’। চলতি বছরের মধ্যে বৈঠকের মাধ্যমে মুসলমান, খ্রিস্টান ও ইহুদীদের ডোনেশনসের মাধ্যমে আন্তঃ ধর্মীয় কেন্দ্র নির্মাণের বাজেট নির্ধারণ করা হবে।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ত্রিশ মিলিয়ন অধিক ইউরো প্রয়োজন। আন্তঃ ধর্মীয় কেন্দ্র নির্মাণ হলে মুসলমান, খ্রিস্টান ও ইহুদী ধর্মের অনুসারীগণ একসাথে ইবাদত করতে পারবে।
এঞ্জিলি গির্জার মুখপাত্র ‘অনা পুশেল’ জানিয়েছেন: আগামী মে মাসের মধ্যে মুসলমান, খ্রিস্টান ও ইহুদী ধর্মের অনুসারীদের নিয়ে বৈঠক রাখা হবে এবং এই বৈঠকে মসজিদ, গির্জা এবং সিনাগগ নির্মাণের জন্য প্রয়োজনীয় ডোনেশনস জমা করা হবে।
তিনি আরও বলেন: এ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা জার্মানের বিখ্যাত আর্কিটেক্ট কর্তৃক প্রস্তুত করা হয়েছে। মুসলমান, খ্রিস্টান ও ইহুদী ধর্মের অনুসারীদের ইবাদত করার স্থান পাশাপাশি নির্মাণ করা হবে এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্যেও আলাদা কক্ষ নির্মাণ করা হবে।