IQNA

মুনাজারার পর খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করল

12:30 - February 01, 2014
সংবাদ: 1368992
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার উন্ডাভি প্রদেশের অ্যাকুরা শহরে ‘ইসলামি নিমন্ত্রণ একাডেমী’র পক্ষ থেকে মুসলমান এবং খ্রিস্টান ধর্মের পণ্ডিতদের মধ্যে এক মুনাজারা অনুষ্ঠিত হয়েছে। এই মুনাজারার পর খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ার কিছু নও মুসলমান কর্তৃক ‘ইসলামি নিমন্ত্রণ একাডেমী’ প্রতিষ্ঠিত হয়েছে। এর পূর্বে নও মুসলমান ব্যক্তি গির্জায় কাজ করত এবং ইসলাম ধর্মের সাঙ্গে পরিচিত ও ইসলামিক জ্ঞান অর্জন করার পর ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং  শান্তির ধর্ম ইসলামকে নাইজেরিয়ার সব স্থানে পৌছিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে মুনাজারায় (ধর্মীয় বিষয়ের আলোকে বিতর্ক) পবিত্র কুরআন শরীফ এবং খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ ব্যবহার করা হয়েছে এবং ঐশী বার্তা স্পষ্ট করাই হচ্ছে এই মুনাজারার মূল উদ্দেশ্যে। মুনাজারার শেষে ১০ জন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এক নও মুসলমান বলেন: “এই মুনাজারার আলোচনা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমার নাম ‘মোহাম্মাদ’ নির্বাচন করেছি”।
উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে খ্রিস্টান ধর্মের অনুসারীগণ এবং উত্তরাঞ্চলে ইসলাম ধর্মের অনুসারীগণ বসবাস করে এবং এধরণের কর্মের মাধ্যমে খ্রিস্টানরা ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত এবং ইসলাম ধর্মের প্রতি ঈমান আনছে।


http://shafaqna.com/persian/proposal/item/64601

ট্যাগ্সসমূহ: মুনাজারার
captcha