IQNA

সিন্ধি ভাষায় অনুবাদ হল আল্লামা হিল্লির ‘দোয়া’ গ্রন্থটি

23:22 - October 21, 2014
সংবাদ: 1462723
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের খেয়েরপুর শহরের বিশিষ্ট ব্যক্তি ‘কুরবান আলী’ এবং করাচীতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে এক সাক্ষাৎকারে আল্লামা হিল্লির ‘দোয়া’ গ্রন্থটি সিন্ধি ভাষায় অনুবাদ হওয়ার খবর জানিয়েছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: করাচীতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের কর্তৃপক্ষ মাহদি খাতিবের সঙ্গে কুরবান আলী’র এ বৈঠকে আল্লামা হিল্লির ‘দোয়া’ গ্রন্থটি সিন্ধি ভাষায় অনুবাদ হওয়ার খবর জানিয়েছেন এবং বর্তমানে সম্পাদনার কাজ চলছে। সম্পাদনার কাজ শেষ হলে গ্রন্থটি প্রিন্ট করা হবে।
গ্রন্থটি অনুবাদের ব্যাপারে কুরআন আলী বলেন: এধরণের গ্রন্থ সিন্ধি ভাষীদের জন্য অনেক প্রয়োজন রয়েছে। আর এজন্য সিন্ধি ভাষায় এ মূল্যবান গ্রন্থটি অনুবাদ করা হয়েছে। সত্যিকার অর্থে এ গ্রন্থটিতে দোয়া ছাড়াও ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে।
ইরানি কালচারাল সেন্টারের কর্তৃপক্ষ মাহদি খাতিব জানিয়েছেন: এ গ্রন্থটি প্রিন্টের জন্য সকল ধরণের সাহযোগিতা করবে।
বলাবাহুল্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঐতিহাসিক ভাষা সিন্ধি। পাকিস্তানে ৫৩৪১০৯১০ জন এবং ভারবে ৫৮২০৪৮৫ জন অধিবাসী সিন্ধি ভাষায় কথা বলে। সিন্ধি ভাষা ইন্দোআর্য ভাষা থেকে এসেছে।

1461937

captcha