‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিভন্ন মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিতে টরন্টো প্রতি বছরের ন্যায় এবছরেও (অক্টোবর মাসে) এক মাস ব্যাপী ‘কানাডায় ইসলামিক ইতিহাস’এর (IHMC) শিরোনামে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।
এ প্রদর্শনীর আয়োজন বলেছন: এ প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য ইসলাম ধর্মের সঙ্গে টরন্টোর অধিবাসের পরিচয় করানো।
এছাড়াও টরন্টো ইসলামী ইনস্টিটিউটের (IIT) পক্ষ থেকে কানাডার স্কারাবুরূ নামক অঞ্চলে কানাডায় মুসলমানদের উপস্থিতির আলোকে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই অক্টোবর শুক্রবারে টরন্টো ইসলামী ইনস্টিটিউটের কর্তপক্ষ, কানাডায় মুসলমানদের প্রথম মসজিদ নির্মাণের আলোকে সংক্ষিপ্ত ডকুমেন্টারী প্রদর্শনের মাধ্যে এ প্রদর্শনীর উদ্বোধন করে।
বিগত আট বছর যাবত কানাডার অর্ধেকেরও অধিক শহরে ইসলামী ইতিহাসের আলোকে এক মাস ব্যাপী বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। এ প্রদর্শনী সর্বপ্রথম ২০০৭ সালের কানাডার ফেডারেল সংসাদ অক্টোবর মাসকে ইসলামী ইতিহাসের উপস্থাপনার মাস হিসেবে মনোনিত করেছিল এবং তখন থেকে প্রতি বছরই এ উৎসব অনুষ্ঠান ও ইসলামিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে।
1462827