কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অর্মেনিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের পক্ষ থেকে উক্ত শোক মজলিশ রবিবারে (২৬শে অক্টোবর) শুরু হবে। মুহাররম মাসের প্রথম দশ দিনে এশার নামাজের পরেই এ শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোক মজলিশ শুরু হবে এবং পরবর্তীতে জিয়ারতে আশুরা, কারবালার মুসিবতের আলোকে বক্তৃতা, আহলে বাইয়েতের (আ.) শানে মর্সিয়া ও নওহা পাঠ করা হবে।
1463208