IQNA

ইয়েরেভানে ইমাম হোসাইন (আ.)এর শোক মজলিশ

22:57 - October 24, 2014
সংবাদ: 1463267
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রানপ্রিয় দৌহিত ইমাম হুসাইন (আ.) এবং তাঁর বিশ্বস্ত সঙ্গীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুহাররম মাসের প্রথম দশ দিনে ইয়েরেভানের ‘কাবুদ’ মসজিদে বিশেষে শোস মজলিশ অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অর্মেনিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের পক্ষ থেকে উক্ত শোক মজলিশ রবিবারে (২৬শে অক্টোবর) শুরু হবে। মুহাররম মাসের প্রথম দশ দিনে এশার নামাজের পরেই এ শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোক মজলিশ শুরু হবে এবং পরবর্তীতে জিয়ারতে আশুরা, কারবালার মুসিবতের আলোকে বক্তৃতা, আহলে বাইয়েতের (আ.) শানে মর্সিয়া ও নওহা পাঠ করা হবে।
1463208

captcha